Last Updated on জুলাই ১, ২০২৫ by
চাঁপাইনবাবগঞ্জ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১ জন
চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫১ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ৩৪ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বাকি ১৭ জন বহির্বিভাগে শনাক্ত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হননি।
জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৪ জন। তাদের মধ্যে ১৯ পুরুষ, ১৯ জন মহিলা ও ৬ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৩ জনকে। এই ৩৩ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।
অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এই ৭ জনরে মধ্যে ৬ জন পুরুষ, ১ জন মহিলা রোগী রয়েছেন।
বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। তাদের মধ্যে ৭ পুরুষ, ২৭ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪৭ জন ডেঙ্গু রোগী জেলা হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে। এছাড়া বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৬৩ জন।