সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on এপ্রিল ৬, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ৮৭ পরিবারে বন্ধুসভার ঈদ উপহার

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ৭২টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও ১৫ জনকে নতুন পোশাক দেয়া হয়েছে। শনিবার শহরের নবাবগঞ্জ ক্লাব চত্ব¡রে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকার অংশ থেকে এ সহায়তা করেন।
খাদ্য সহায়তা হিসেবে লাচ্চা সেমাই, খিল সেমাই, চিনি, গুঁড়াদুধ, সয়াবিন তেল, নুডুলস, পাপড় ও বুন্দিয়া দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ইসরাত জাহান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন