বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৪, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে ৮৫৮ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে অন্তত ৮৫৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এই কাম্পেইনের আয়োজন করে এবং ক্যাম্পইন পরিচলনায় ছিল চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (বেঙ্গল ক্যাভ্যালরি)।
সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ আলাপকালে জানান, গাইনী, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। একজন সিভিল ও ৪ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন।
তাদের মধ্যে গাইনী রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর শামসুন নাহার, চক্ষু রোগীদের ডা. মালিহা নাওয়ার, মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর মশিউর রহমান ও মেজর মঞ্জুরুল করিম এবং শিশুদের চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন অনন্যা রহমান।
এসময় সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন শেখ আরমান হোসেন হৃদয় উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এ ধরনের মানবিক কাজের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

About The Author

শেয়ার করুন