মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৪, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে ৬১০ জনের মাঝে ৫৩ বিজিবির ইফতার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরদপ্তরসহ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণর করছে ৫৩ বিজিবি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) ১৮টি স্থানে ৬১০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান উপস্থিত ছিলেন। এছাড়াও ৫৩ বিজিবি সদরে উপ অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানী ও বিওপি কমান্ডারগণ ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণকালে জানানো হয়, এ বছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নিদের্শনায় বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩)।

About The Author

শেয়ার করুন