চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন ও ১০ বাইসাকেলসহ ৪ জন আটক

34

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে নড়েচড়ে বসেছে পুলিশ। সদ্য যোগদান করা পুলিশ সুপার মাদককে জিরো টলারেন্স ঘোষণার কয়েকদিনের মধ্যে গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া যে কোনো অপরাধ দমনের অংশহিসেবে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১০টি বাইসাইকেল উদ্ধারসহ ৪জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের ফেসবুক থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার রসুলপুর মহল্লার মৃত মঙ্গলুর ছেলে মো. আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়া গ্রামের মো. নাইমুল ওরফে চিন্তু ওরফে চেন্টুর ছেলে মো. দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে
মো. কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে মো. রজব আলী (৩৬), সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার মৃত ওসমান আলীর ছেলে মো. ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১০ টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। সেই সঙ্গে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ৪জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৯ জুলাই দুপুরে শিবগঞ্জ বাজার এলাকায় মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাসার সামনে হতে ১ টি পুরাতন হিরো বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরচোরদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের হবার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ চোরাই বাইসাইকেল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটকের জন্য তৎপর হয়ে ওঠে।
এর এক পর্যায়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই সাইফুল ইসলামসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয় এবং গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা হতে সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিবগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার দুর্লভপুর গ্রামের মো. রাজিব আলী ওরফে সাজু (১৯), একবরপুর গ্রামের (বর্তমানে তর্তিপুর গুচ্ছগ্রাম) মো. রনি বাবু(৩২) একবরপুর গ্রামের মো. পলাশ আলী(৩২), কালীগঞ্জ নামোটোলার মো. শরিফুল ইসলাম(৩৫)কে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া ১০ টি হিরো বাইসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।