চাঁপাইনবাবগঞ্জে ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৯ মাসে ৫ হাজার ২২৮ টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা হয়েছে। এতে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। জেলা বি.আর.টি.এ’র সহকারী পরিচালক (ইঞ্জিন) স্বদেশ কুমার দাস জানান, ২০১৫ সালের এপ্রিল মাস থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের উপর কড়াকড়ি আরোপ করা হয় এবং এর পর থেকে ৯ মাসে ১০ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে ১৬০ খানা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে রাজস্ব আদায় হয় ৩২ লাখ টাকা, মে মাসে ৩৫২ খানা থেকে ৭০ লাখ ৪০ হাজার টাকা, জুন মাসে ৫৬৮টি খানা থেকে ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা, জুলাই মাসে ৪১০ খানা থেকে ৮২ লাখ টাকা, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ২ হাজার ১৮৮ খানা থেকে ৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা, নভেম্বর মাসে ৭৭৯ খানা থেকে ১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা এবং ডিসেম্বর মাসে ৭৭১ খানা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে ১ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তিনি আরও জানান, কড়াকড়ি আরোপের পর থেকে মোটরসাইকেল মালিকরা রেজিস্ট্রেশন শুরু করেন। এর বাইরেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেও মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রশন করতে উৎসাহিত করা হচ্ছে।