Last Updated on নভেম্বর ২, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির আলোচনায় বক্তারা সমবায় আন্দোলনকে বেগবান করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. নূরুজ্জামান। সূচনা বক্তব্য দেনÑ জেলা সমবায় অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমবায়ীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেনÑ মোসা. তানিয়া বেগম, মতিউর রহমান, মো. গাজীসহ অন্যরা। বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, মিজানুর রহমান, সমবায়ীদের মধ্যে মো. তাসেম আলী, মো. এনামুল হক, আওয়াল, ফুলেরা বেগমসহ বিভিন্ন সমবায়ের সদস্যরা।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমদ এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দোলা।
গোমস্তাপুর : নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে শুরুতে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান।
অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ রহনপুর ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সম্পাদক জামিল আলম কাদির, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক মুনসুর আলী, কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মনিমুল আহসান, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায় অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, শালারপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আঝইর গরু মোটাতাজাকরণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসা. সুফিয়া বেগম। এছাড়াও থানার এসআই আকতার হোসেন, সমাজসেবা অফিস সহকারী আরিফুল ইসলাম, সমবায় অফিস সহকারী আজিজুল হক, শফিকুল ইসলাম, মোসা. নাজরিন বেগমসহ সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।