চাঁপাইনবাবগঞ্জে ১২টি যুব সংগঠনকে গাভী পালন, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, মুরগি পালন, ভার্মি কম্পোস্ট সার তৈরি, নকশিকাঁথা তৈরি, সেলাই প্রশিক্ষণ ও বৃক্ষ রোপণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে ৪ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই চেক বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।