Last Updated on জুন ২৪, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ৪৯ জনের মধ্যে ৭৮ লাখ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগী ৪৯ জনের মধ্যে ৭৮ লাখ ৪০ হাজার টাকার স্বল্প সুদের ঋণের চেক বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
আগামী এক বছর পর থেকে ঋণের কিস্তি প্রদান করতে হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
‘সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’র আওতায় এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এইসব উপকারভোগী সমবায়ীরা গাভী কিনে লালন-পালন করবেন। সেইসব গাভী থেকে দুধ উৎপাদন হবে।
সোমবার বিকেলে যাদুপুর দুগ্ধ সমবায় সমিতি এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দায়িত্বপ্রাপ্ত জেলা সমবায় অফিসার ও সদর উপজেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।