Last Updated on সেপ্টেম্বর ২৬, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ৪০ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায়
চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা আবার কখনো ভারী। এতে স্বাভাবিক জীবনযাত্রা খানিকটা বিঘিœত হলেও জনজীবনে নেমে এসেছে স্বস্তি। লোডশেডিং হলেও শীতল আবহাওয়ায় মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় গড় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। এর মধ্যে সদরে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার, শিবগঞ্জে ৫৫ মিলিমিটার, গোমস্তাপুরে ২৫ মিলিমিটার, নাচোলে ৫০ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ২০ মিলিমিটার।
এদিকে বৃষ্টিার কারণে রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল কম করেছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেককে বৃষ্টির পানিতে ভিজেই ঘরে ফিরতে দেখা গেছে।