চাঁপাইনবাবগঞ্জে ৩০ অসচ্ছল ক্রীড়া ও সংস্কৃতিসেবী পেলেন ভাতা ও অনুদানের চেক

28

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭ জন অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীর মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণ ফাউন্ডেশন থেকে পাওয়া মাসিক কল্যাণ ভাতা প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে এক বছরের ভাতা হিসেবে ২৪ হাজার টাকা করে ৪ লাখ ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া একই অনুষ্ঠানে ১৩ জন সংস্কৃতিসেবীর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাওয়া এককালীন অনুদান হিসেবে প্রত্যেককে এক বছরের ১৫ হাজার ৬০০ টাকা করে মোট ২ লাখ ২ হাজার ৮০০ টাকার চেক প্রদান করা হয়।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, আল্পনা খ্যাত গ্রামের দেখন বালা, ফুটবলার হুমায়ুন লুকু।
জেলা প্রশাসক বলেন- সংস্কৃতি হচ্ছে সভ্যতার ধারক ও বাহক। ক্রীড়া মানুষ তথা সমাজকে সুস্থ রাখে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করে সকল ক্ষেত্রে ভাতা দিচ্ছেন।
জেলা প্রশাসক বলেনÑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেরা ক্রীড়াবিদ ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়া অনুরাগী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪ হাজার ৮১৯ জন ভূমিহীন ও গৃহহীন মানুষকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণ করে দেয়ার বিষয়টিও তুলে ধরেন।