চাঁপাইনবাবগঞ্জে ২ বাংলার কবি-সাহিত্যিকদের মিলন মেলা

76

Nawabganj

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই বাংলার কবিদের কবিতা সন্ধ্যা, আমিনুল ইসলাম সম্পাদিত একুশের কবিতা সংকলন “রক্তবর্ণ” ও কবি আলহাজ্ব মোস্তাক হোসেনের লেখা “রক্ত ঝরা দিন” কাব্যগ্রন্থ এবং
ইলিয়াস আলীর “দেখা হতে লেখা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শহরের শান্তিমোড়ে পীস ইন্টারন্যাশন্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে অুনষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা গাঙচিল, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ, স্বাধীন সাহিত্য পরিষদ ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক মোহা. ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সুলতানা রাজিয়া, এ্যাডভোকেট আফসার আলী, প্রকৌশলী শফিকুল ইসলাম। কবিদের
মধ্যে উপস্থিত ছিলেন ভারত থেকে আসা অরূপ পান্তী, ড. ভারতী বন্দোপাধ্যায়, ঢাকা থেকে আসা সেলিনা রশীদ, কবি খান আখতার হোসেন, লেখক ও কবি এনামুল হক তুফান, মাহবুব আলম জনসহ জেলার কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। দুই বাংলার ৩ জন কবিকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ বলেন-কবিতা দেশের কথা বলে, ইতিহাসের কথা বলে, কবিতা প্রেমের কথা বলে, কবিতা ভালোবাসার কথা বলে। তিনি আরও বলেন-রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতার মাধ্যমে জাতির দু:খ-দুর্দশার কথা বলে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রফিক আজাদ, শামসুর রাহমান, আহসান হাবিব, আবু জাফর ওবায়দুল্লাহ, নির্মলেন্দ গুণসহ আরও অনেক কবির কবিতার মধ্যে দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা উঠে এসেছে।
অনুষ্ঠানের শুরুতে কবি রফিক আজাদের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিকেল ৩টা থেকে কবি-সাগিত্যিকরা অনুষ্ঠান স্থলে ছুটে আসেন। নবীন প্রবীণদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।