চাঁপাইনবাবগঞ্জের মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি বলেছেন, আমি মরহুম ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কন্যা। আমার বাবার আদর্শ বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তিনি যেমন আপনাদের আপদে বিপদে পাশে থাকতেন, আমিও চেষ্টা করছি আপনাদের পাশে থাকার। শুধু তাই নয়- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এবং আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের জন্য অনুদানের এই টাকা আমি নিয়ে এসেছি। আপনারা যারা টাকা পেলেন তারা আপনাদের আশপাশের মানুষকে বলবেন। প্রচার করবেন। আগামীদিনে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, নৌকার পক্ষে থাকবেন। কেননা, প্রধানমন্ত্রী না থাকলে আমিও থাকতে পারবনা, আর আপনারও এ ধরনের অনুদান পাবেন না।
সোমবার (২৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের ২৯জন দুস্থ মানুষের মাঝে ১০ লাখ ৩০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হিসেবে জেলার বিভিন্ন এইসব চেক বিতরণ করেন মহিলা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি চেকগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু নজর হোসেন খান বৃটিশ, বিশিষ্ট কৃষি গবেষক ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া। যুব লীগ নেতা শাহনেয়াজ দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল শাকের জঙ্গী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত, আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-ইসলাম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।