Last Updated on জুলাই ৮, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন অসচ্ছল সংস্কৃতিসেবী পেলেন ৩৯৩৬০০ টাকা
চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় অসচ্ছল সংস্কৃতি সেবী ২৫ জনকে ৩ লক্ষ ৯৩ হাজার ৬শ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই সহায়তা প্রদান করা হয়। সোমবার প্রধান অতিথি হিসেবে তাদের মধ্যে চেক প্রদান করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন-এদেশের সংস্কৃতি বেঁচে থাকলে মাুনষ বেঁচে থাকবে। সংস্কৃতিসেবীদের সাথে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগ সেই উদ্যোগের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হলো-যাতে তারা উপকৃত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, সংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক মিথুন।