চাঁপাইনবাবগঞ্জে তরুণ কবি অনু আলেয়া রচিত “শেষ চিঠি” ও “ঘেরা টোপের ভেতর বাহির” নামে ২টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দীকা। জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহিত কুমার দাঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমানসহ অন্যরা। জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে লেখক গোলাম রাব্বানী তোতা, মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক তসলিমউদ্দিনসহ স্থানীয় কবি-সাহিত্যিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।