চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শহরের ১৯টি পরীক্ষা কেন্দ্রে বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলায় ২৯৫টি পদের বিপরীতে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৯৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ১৩০ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৩২ জন।
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে একজনকে আটক করা হয়েছে।
যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হলোÑ কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, বীর বিক্রম শহীদ নায়েক মহর আলী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াগোলা উচ্চ বিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, এমএম হক আইডিয়াল স্কুল ও কলেজ, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটী ডিগ্রি কলেজ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন- ২৯৫টি পদের মধ্যে ২০ ভাগ পোষ্য, ৬০ ভাগ মহিলা ও ২০ ভাগ পুরুষ কোটা রয়েছে। এই তিন কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ অন্যান্য কোটা রয়েছে।
Home চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে ১৭৯৬২ প্রার্থীর মধ্যে অনুপস্থিত ৪৮৩২ জন : প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ...