চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজন ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেকিনা খাতুন পারুল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আঞ্জুমান আরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন একটি সোনার বাংলা হিসেবে গড়ে উঠছিল ঠিক তখনই স্বাধীতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা চেয়েছিল আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলতে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা সেই সময়ে বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন এবং ৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধী দলের নেতা হিসেবে ঢাকায় গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ভাগ্যের জোরে সেদিন তিনি বেঁচে যান। তবে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন।
বক্তারা বলেন- আগস্ট মানেই শোকের মাস। সেই শোককে শক্তিতে পরিণত করে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন তাঁর পক্ষেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে ১৫ ও ২১ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।