চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জনের মাঝে দেড় লাখ টাকা বিতরণ

89

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জন দুস্থ অসহায়, কর্মহীন, প্রতিবন্ধী, দলিত ও হরিজন পরিবারের সদস্যের ‍মাঝে  দেড় লাখ টাকা বিতরণ করা হয়েয়ে। সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এই টাকা থেকে প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। মঙ্গলবার (১২ মে)  এই টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার  মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসির উদ্দিন।নাসির ‍উদ্দিন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৫০ জনের মাঝে এই টাকা বিতরণ করা হয়।