চাঁপাইনবাবগঞ্জে ১০টি ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ সময় আরো ৬টি প্রতিষ্ঠানকে লাইসেন্স হালনাগাদ করতে সময় বেঁধে দেয়া হয়। বন্ধ হওয়া ১০ ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২টি, শিবগঞ্জে ২টি, গোমস্তাপুরে ৩টি, নাচোলে ১টি, ভোলাহাটে ২টি রয়েছে।
গত শনিবার এইসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগসহ ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলায় অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন বলেন, চাঁপাইনবাবগঞ্জে ১৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের দুটো করে লাইসেন্স থাকতে হয়, একটা ক্লিনিক পরিচালনার জন্য ও অন্যটি ডায়াগনস্টিকের জন্য। অভিযানে আমনুরা বরেন্দ্র ক্লিনিক ও ইউনিক হাসপাতালের একটি অংশ বন্ধ করা হয়েছে। আর যাদের লাইসেন্স আছে, কিন্তু হালনাগাদ করেনি তাদের হালনাগাদ করতে সময় বেঁধে দেয়া হয়েছে।
এদিকে শিবগঞ্জে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, অভিযানে ডা. ইলিয়াস মেমোরিয়াল হাসপাতাল ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। এছাড়া সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, শিবগঞ্জ সেন্ট্রাল হসপিটাল ও শিবগঞ্জ মডেল ক্লিনিককে লাইসেন্স ঠিক করতে ১৫ দিন থেকে ১ মাস সময় দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রতিষ্ঠান চালানোর বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিককে বন্ধ করা হয় ।
রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রহনপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও রাজ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করা হয়। এছাড়া রহনপুর বড়বাজারে অবস্থিত ইসলামিয়া নার্সিং হোমে ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দিয়ে ক্লিনিক চালাতেন। তবে ক্লিনিক চালানোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার বাদে ক্লিনিক সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, গোমস্তাপুর উপজেলায় ১০টি ক্লিনিক ও ১৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
নাচোলে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানা বলেন, জমিলা ক্লিনিক বন্ধ করা হয়েছে। ১৫ দিন সময় দেয়া হয়েছে মডার্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে। অভিযানে ইউএনও শরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।