Last Updated on ডিসেম্বর ২৫, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে হৃথিবী রথের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিবছরের মতো এবারও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জের সাহিত্য সাংস্কৃতি সংগঠন হৃথিবী রথের মিলন মেলা। সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার মায়াকানন আম বাগানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। জেলা ও জেলার বাইরের কবি সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা।
বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকদের বই ও ফুলসহ উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি আনিফ রুবেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, কবি মামুন হোসাইন, কবি ইমরান মাহফুজ, কথাশিল্পী সৈকত আরেফিন, মোস্তফা তারিকুল আহসান, আব্দুস সাত্তার, লতিফ জোয়ার্দার, লোক গবেষক উদয় শংকর বিশ্বাস ও চিত্রকর অধ্যাপক রাশেদ সুখন। গম্ভীরা পরিবেশন করেন নানা মাহবুব আলম ও নাতি ফাইজার রহমান মানি।
সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী কাওসার রিপন, কণ্ঠশিল্পী শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষার শিল্পী আব্দুস সালাম টিপু ও নুরুল ইসলাম। পুঁথি পাঠ করেন কবি জাকির হোসেন।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি মারুফুল হক, কবি কামরুল আহসান, কবি শফিক আজিজ, কবি শামীম হোসেন, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি সুমন রেজা, কবি জাকির হোসেন, কবি নাদিম সিনহা, কবি রুদ্র বারী, কবি এস এম হুমায়ন কবির, কবি ইয়াসির আরাফাত, কবি আল বসরী সোহান, কবি ও গীতিকার জোনাব আলী, কবি জারিফ আযাদ, কবি মারুফুল হাসান, কবি আপন আহমেদ, কবি আব্দুস সাত্তার, কবি ইমরান মাহফুজ, কবি করিম মোল্লা, কবি ওয়াহিদুর রহমান শিপু, কবি শাহীন ওমর, কবি শহীদ সারওয়ার আলো, কবি ইহান আরভিন, কবি নাহিদুল হক ও কবি কাব্য মোল্লা।
এছাড়াও গল্প ও কবিতা বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা এবং সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণে আলোচনা ও কবিতা আবৃত্তি করা হয়। বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইহান আরভিন, আশরাফুল ইসলাম, পাণ্ডব মনদেহী, সুজান সাম্পান ও তমাল দীপ্তক। অনুষ্ঠানে জারিফ আযাদ রচিত কাব্যগ্রন্থ “অস্ফুট অনুরণন’ এর মোড়ক উন্মোচন করা হয়।