চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি আরো ১৩ রোগী

18

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন হাসপাতালে আরো ১৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জে ৩ জন ও গোমস্তাপুরে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এসব রোগীর মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ জনে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৩ জন নারী।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস।
গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে ১২৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।