চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সোমবার নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে একই দিন ২ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি থাকাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে।
সবমিলিয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩২ জন।