পয়: বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা এপ্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাটেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা একর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান আরমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, মেডিক্যাল অফিসার ডা. ওয়ালিউল ইসলাম প্রমুখ। এ সময় কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, আব্দুল বারেক, এনামুল হক, ময়দুল ইসলাম, তসিকুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলার আহবান জানিয়ে মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন-এ পৌরসভা আপনার আমার সবার, এ পৌরসভাকে পরিস্কার পরিচ্ছণœ রাখার দায়িত্বও সবার। তাই আসুন, এপৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলি।
ভোলাহাট প্রতিনিধি :
জেলার ভোলাহাটে স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালী রেব হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জনস্বাস্থ্য অফিস চত্বরে হাতধোয়া কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অন্যরা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।