শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৮, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

‘স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক’Ñ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে।
শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত স্মার্ট ভূমি সেবা সপ্তাহের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেনÑ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকসহ অন্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের মধ্যে ডিসিআর তুলে দেয়া হয়। শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, জনস্বাস্থ্য অফিসের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, প্রভাষক আব্দুল্লাহ্।
নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে দুটি স্টলের মাধ্যমে সপ্তাহব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, উপজেলার ৪টি ইউনিয়নের ভূমি অফিসে একই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল শনিবার ফিতা কেটে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের তিনটি স্টল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেনÑ রহনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু তাহের টিটু ও আলিনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান, ভূমি অফিসের হেড অ্যাসিস্টেন্ট কাম অ্যাকাউন্টেন্ট জুয়েল আলী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মোফাকখারুল ইসলাম তাজিম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন রেজা, নাজির কাম-ক্যাশিয়ার নাজিমউদ্দীনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ভূমি সেবাগ্রহীতারা।
উল্লেখ্য, ৭ দিনব্যাপী ভূমি সপ্তাহে ওই ৩টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশীরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
অপরদিকে নওগাঁর নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। ভূমি সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
বিশেষ অতিথির বক্তব্য দেনÑ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম।
এসময় উপজেলা ভূমি অফিস ও ৮টি ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কমর্চারী উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন