দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়জনের মধ্য দিয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পাঠানপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিউল হক পলাশ, সহসাংগঠনিক সম্পাদক শাহীন আকতার ও শহীদুল ইসলাম (ওদুদ), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদসহ অন্যরা।
সভায় গণআন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবি জানান।
আলোচনা সভা শেষ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

About The Author