শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৮, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুরে অবস্থিত ‘স্বপ্ন নকশি কর্নার’র শোরুমে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন।
শোরুমের মালিক লিমা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে চোরেরা তালা ভেঙে শোরুমের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা ৪০টি নকশিকাঁথা যার প্রতিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা, ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭টি তসর শাড়ি, ১ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪ পিস সিল্কের শাড়ি, ৩০০ টাকা মূল্যের ৩০ পিস বেবী নকশিকাঁথা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বুধবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। চোরদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

About The Author

শেয়ার করুন