চাঁপাইনবাবগঞ্জে স্থিতিশীল কাঁচাবাজার

12

চাঁপাইনবাবগঞ্জে দাম বৃদ্ধির পর নিউমার্কেট এলাকার খাদ্যপণ্যের বাজারে দেখা গেছে শাকসবজি, মুরগ, মাছ-মাংস, চাল, ডাল, তেলের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ পর্যাপ্ত থাকায় বর্তমানে দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার বারজারগুলে এমন তথ্য জানা গেছে।
মুদিবাজারের শামীম জানান, মোটা চাল প্রতি কেজি ৪৫ থেকে ৪৮ টাকা, আটাশ চাল ৬৪ টাকা, জিরাশাইল ৭০ থেকে ৭২ টাকা, চিনি ১০৮ টাকা থেকে ১১০ টাকা, খোলা আটা ৫৬ টাকা ও প্যাকেটজাত আটা ৬৩ টাকা, খোলা সয়াবিন তেল ১৮৬ টাকা এবং ৫ লিটারের বোতল ৯০০ টাকা।
কাঁচাবাজারের সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, আদি কাঁটা বেগুন ও ঘিওন বেগুন প্রতি কেজি ৪০ টাকা, প্রতিটি লাউ ৩০ টাকা, সিম প্রতি কেজি ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা থেকে ২৪ টাকা, পাতাকপি প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ১২০ টাকা, মটরশুঁটি দেশী ১০০ টাকা এবং হাইব্রিড ৭০ টাকা, লাল শাক এক আঁটি ৮ টাকা, একজোড়া ১৫ টাকা, বিটরুট ১০০ টাকা, দেশী টমেটো ৩০ টাকা থেকে মান ভেদে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, গাজর ৩০ টাকা, নতুন আলু ৩০ টাকা থেকে ৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
মাছ বাজারে গিয়ে দেখা যায়, ট্যাংরা প্রতি কেজি ৬৪০ টাকা, আইড় ৮০০ টাকা, সিলভার কার্প ৩২০ টাকা, পিয়ালি ৮০০ টাকা, কাতলা সাইজ অনুযায়ী ২৮০ টাকা থেকে ৩৫০ টাকা, ইলিশ ৭৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে দেশী মোরগ-মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮০ টাকা, পাকিস্তানি ২১০ টাকা, প্যারেন্স ২৬০ টাকা ও মুরগি ২৫০ টাকা, ১ থেকে দেড় কেজি ওজনের পাতিহাঁস প্রতিটি ৪৩০ টাকা বিক্রি হচ্ছে।