চাঁপাইনবাবগঞ্জে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিতস্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। কোর্সে শুক্রবার ( ৩ মে) সেশন পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এতে কোর্স লিডারের দায়িত্বে ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার খন্দকার শামসুদ্দীন আহমেদ।
কোর্সে স্কাউটস এর বিভিন্ন আইন-বিধিবিধান জানানোর পাশাপাশি, দুর্যোগকালীন ঝুঁকি মোকাবেলাসহ দেশের যে কোনো প্রয়োজনে স্কাউট সদস্যদের করণীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয়। যাতে তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে, শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে পারেন। কোর্সে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষক অংশ নেন।