শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৭, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে সেরা সাঁতারুর খোঁজে সুইমিং ফেডারেশন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে শুক্রবার ‘সেরা সাঁতারুর খোঁজে’ অর্থাৎ শিশু, কিশোর-কিশোরী সাঁতারুদের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই কার্যক্রমের আয়োজন করে। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার প্রায় ৩০০ জন সাঁতারু অংশ নেন।
সকালে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমান, নৌবাহিনীর কমান্ডার মো. আলিমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বাংলাদেশের সাঁতারে যেসব জেলার অবদান উল্লেখযোগ্য, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। গত সাফ গেমসে স্বর্ণপদক জয়ী সাঁতারু মো. রনি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান।
সুইমিং ফেডারেশনের সদস্য নূর-ই-আফরোজ জানান, সারা বাংলাদেশ থেকে ৯-১১ বছরের শিশু ও ১২ -১৫ বছর বয়সী ৬০০ জন কিশোর-কিশোরী বাছাই করা হবে। এদের ঢাকায় নিয়ে গিয়ে ১৫ দিনের প্রশিক্ষণের পর ৫০ জনকে বাছাই করা হবে। এই ৫০জনকে নৌবাহিনীর তত্তাবধানে দীর্ঘ দুইবছর প্রশিক্ষণ দেওয়া হবে। তখন তারা নৌবাহিনীর বিদ্যালয়ে লেখাপড়া করবে।

About The Author

শেয়ার করুন