চাঁপাইনবাবগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

84

DSC05856 (Small)চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ে চলতি বছরের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান এবং স্বাগত বক্তব্য দেন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। আলোচনা শেষে ভাষা সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের ১২ জন বিজয়িকে পুরস্কার প্রদান করা হয়। এই ১২ জন আগামী ২২ মার্চ জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।