নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের মতো দীর্ঘদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহণ। আজ সোমবার (১ জুন) সকাল ৬ টা থেকে রাজশাহী রুটে গেট লোক ও মহানন্দা বাস সার্ভিস চালুর মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ। এর আগে গতকাল রবিবার জেলা পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের এক জরুরি সভায় সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে ২৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো-
১। যাত্রী, চালক, হেলপারকে সর্বাবস্থায় মাস্ক পরিধান করতে হবে।
২। স্বাস্থবিধি ও সরকারের নির্দেশনা মেনে গণপরিবহণ সংশ্লিষ্ট অফিস/ আঙ্গিনা জীবণুমুক্ত করতে হবে।
৩। বাসস্ট্যান্ডসমূহের দৃশ্যমান একাধিক স্থানে ছবিসহ স্থাস্থ্য সুরক্ষা নির্দেশনা (ব্যানার, লিফলেট ইত্যাদি) ঝুলিয়ে রাখতে হবে।
৪। পরিবহণ সংক্রান্ত অফিস/ কাউন্টারের প্রবেশ মুখে/ পথে থার্মাল স্ক্যানার/ থার্মোমিটার দিয়ে সকল যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করে গাড়ীতে উঠাতে হবে।
৫। গাড়ীতে সামাজিক দূরত্ব বিবেচনায় সিট সংখ্যা সীমিত/নির্ধারিত থাকবে এবং এর অধিক যাত্রী উঠানো যাবে না।
৬। সকল প্রকার যানবাহন শতভাগ জীবনুনাশক দিয়ে জীবনুমুক্ত করতে হবে।
৭। যানবাহনে বসার সময় পারস্পারিক ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।
৮। যাত্রার পূর্বে এবং যাত্রাকালীন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও সাবান দিয়ে তা ধোয়ার ব্যবস্থা করতে হবে।
৯। গাড়ীতে উঠা/নামাবার সময় জীবানুনাশকের মধ্যে পা ভিজিয়ে উঠাতে হবে। গাড়ী থেকে যাত্রী নামার পর সাথে সাথেই সিট/গাড়ী জীবনুমুক্ত করতে হবে।
১০। সকল পরিবহণে পরিচালক /সহকারীদেও করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এবং বিস্তার রোধকল্পে অধিকত সকর্তকামূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন সাধারণ নির্দেশনাসমূহ মেনে চলা নির্দেশনা দিতে হবে।
১১। ড্রাইভার/হেলপারগণ অবশ্যই পিপিই/সুরক্ষা সামগ্রী পরিধান করবেন।
১২। সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা মেনে স্থানীয় ও ঢাকাগামী গাড়ী চালাতে হবে।
১৩। গাড়ীর কোন কর্মচারী অসুস্থ হলে তাকে দ্রæত আাইসোলেশন/ কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করতে হবে।
১৪। কোন অবস্থাতেই বাসের চালক/ হেলপার/ বাস যাত্রী কেউই ধুমপান করবেন না। গাড়ীতে চালক/ হেলপার/ যাত্রী ছাড়া অন্য কেই যেমন হকার ও ক্যানভাসার উপবেন না।
১৫। কেউ বাসে আম/মাছ/সবজি পরিবহন করতে পারবেন না।
১৬। যাত্রী বা যিনি টিকিট কাটতে আসবেন তিনি অবশ্যই মাস্ক পড়ে আসবেন। বিষয়টি সকল টিকিট কাউন্টার পরিচালকগণ ব্যানার টাঙ্গিয়ে নিশ্চিত করবেন।
১৭। চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী রুটে গোদাগাড়ীতে একটি মাত্র স্টপেজ থাকবে এবং সেখানে নির্ধারিত আসনের বেশি যাত্রী উঠবে না। যাত্রাবিরতির স্থলে যাত্রী উঠানামার সময় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানি ব্যবহার করতে হবে। বিরতি থেকে যাত্রী উঠার আগে ও পওে গাড়ী জীবানুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
১৮। চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে সকল প্রকার পরিবহন চলাচলের বিষয়টি সার্বিকভাবে তদারকির জন্য সার্ভিস বুক (লগবুক) অর্থাৎ গাড়ী কয়বার আপ-ডাউন করে তা যেন সংরক্ষণ করে এবং যে কোন মূহুর্তে যেন তা চাওয়া মাত্র প্রদর্শন করতে হবে।
১৯। পথিমধ্যে কেউ অসুস্থ হলে বিষয়টি যেন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরীভুত হয় তা নিশ্চিত করতে হবে।
২০। সকল গাড়ী গেটলক থাকবে।
২১। সরকার প্রদত্ত হারের অধিক হারে বাসের ভাড়া আদায় করা যাবে না। এছাড়া পরিবহন খাত হতে অবৈধভাবে টাকা প্রদান ও গ্রহণ করা যাবে না।
২২। অবৈধ যানবাহন যেমন অটো রিকশা ও ইজি বাইক মহাসড়কে চলাচল করবে না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে পৌর ও উপজেলাওয়ারী চলাচল করবে।
২৩। গাড়ীর ড্রাইভার/ হেলপারসহ সংশ্লিষ্টদের পিপিই প্রদান করলে কোন সংস্থার তা লোগো সম্বলিত স্টিকার লাগাতে এবং মার্কিং করতে হবে।
২৪। সরকার প্রদত্ত সকল নির্দেশনাসহ উপরোক্ত নির্দেশনাগুলোর যে কোন একটি লংঘিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে থেকে প্রায় অর্ধেক আসনে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি ৬০ শতাংশ ভাড়া বেড়ে এখন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আগের ভাড়া ছিলো ৭০ টাকা।
Home চাঁপাইনবাবগঞ্জে সীমিত পরিসরে গণপরিবহণ চালু, মানতে হবে ২৪ নির্দেশনা