চাঁপাইনবাবগঞ্জে সরিষা চাষ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়

15

চাঁপাইনবাবগঞ্জে উত্তম ব্যবস্থাপনায় সরিষা চাষ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক মুখলেছুর রহমান।
প্রধান অতিথি ছিলেন- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও আরএমটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও আরএমটিপি প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আবু-আল বাতেন, আরমটিপি প্রকল্পের ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. ইব্রাহিম আলম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক জুলফিকার আলী, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, প্রয়াসের চাঁপাইনবাবগঞ্জ সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, আরএমটিপি প্রকল্পের কর্মকর্তা মো. রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রদর্শনী দেখেন এবং ইউনিট-১ এ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় গম্ভীরা উপভোগ করেন। পরে দুপুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আরএমপিটি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।