চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে এবার ধান ৩১৪৮ ও চাল ৩২৩৬৬ মেট্রিক টন কেনা হবে

14

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল ক্রয় শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জেলা সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলাতেও শুরু হবে।
এবার জেলার সদর উপজেলায় ধান ৭৬১ মেট্রিক টন ও চাল ২৬ হাজার ৮০৩ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলায় ধান ৫১০ মেট্রিক টন ও চাল ৩১ মেট্রিক টন, ভোলাহাট উপজেলায় ধান ৪৮৭ মেট্রিক টন ও চাল ৩৫ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলায় ধান ৯০৭ মেট্রিক টন ও চাল ৫ হাজার ২৮৬ মেট্রিক টন এবং নাচোল উপজেলায় ধান ৪৮৩ মেট্রিক টন ও চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯১ মেট্রিক টন।
এবার প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং চাল প্রতি কেজি ৪৪ টাকা। অ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে।
গত বৃহস্পতিবার ভোলাহাটে উদ্বোধনী দিনে ১২ মণ ও গোমস্তাপুরে ৩ মেট্রিক টন ধান ও মিলার মেসার্স নজরুল ইসলাম অটোরাইস মিল ও আশরাফ ট্রেডার্সের কাছ থেকে ৩ মেট্রিক টন করে চাল সংগ্রহ করা হয়। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  জাকির হোসেন এই সব তথ্য নিশ্চিত করেছেন।