শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৮, ২০২৫ by

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।  শনিবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের সকলে নেগেটিভ রেজাল্ট এসেছে। অর্থাৎ কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে।
মাসুদ পারভেজ আরো জানান, করোনা রোগীদের জন্য দুুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।
এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। করোনার দুই ঢেউয়ে সে সময় মারা যান ১৬৪ জন রোগী।

About The Author

শেয়ার করুন