চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অধীন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। এছাড়াও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, নবনির্বাচিত কমিটির সহসভাপতি গৌরি চন্দ সিতু, সাধারণ সম্পাদক শহর সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবির, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ অন্যরা।
শহর সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবির জানান, সমন্বয় পরিষদ হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহর সমাজসেবা কার্যালয় তিনটি ট্রেডে যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে, তা এই সমন্বয় পরিষদের মাধ্যমে দেয়া হয়।