চাঁপাইনবাবগঞ্জে সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জের বাজারে ঊর্ধবমুখী রয়েছে সবজির দাম। শুক্রবার (৩ মে) জেলা শহরের নিউ মার্কেট কাঁচা বাজারে খুচরা বিক্রেতারা এমনটাই জানিয়েছেন।
সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, আলু প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা, বেগুন ৯০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা পটল ৫০ টাকা, ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা, লাউ প্রতিপিস ৩৫ থেকে ৪০ টাকা, কুমড়ো জালি ৩৫ থেকে ৪০ টাকা, প্রতিকেজি ঢেঁড়স ৩৫ টাকা থেকে ৪০ টাকা, পেঁপে ৭০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পেঁযাজ ৭০ টাকা, কাঁচা কলা ৩৫ টাকা, বারমাসি সজনে ডাটা ১২০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান গমের খোলা আটা প্রতি কেজি ৩৫ থেকে ৩৮ টাকা, প্যাকেটজাত আটা ৫০ টাকা, মসুর ডাল ১২৫ টাকা, মটর ডাল ১২০ টাকা, ছোলার ডাল ৯৫ থেকে ১০০ টাকা, খেসাড়ির ডাল ১০০টাকা, আদা বিক্রি হচ্ছে ২৪০ টাকা, রসুন ২৮০ টাকা, জিরাসাইল চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭০ টাকা, স্বর্ণা ৫০ থেকে ৫৩ টাকা, আতপ চাল ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংস বিক্রেতা সেলিম জানান, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, খাসির মাংস ১০৫০ টাকা, ছাগলের মাংস ৯০০ টাকা।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দেশি মুরগ-মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৫৬০ টাকা, লাল লেয়ার ৩১০ টাকা থেকে ৩২০ টাকা, প্যারেন্ট ২৬০ টাকা থেকে ২৭০ টাকা, ব্রয়লার মুরগি ১১০ টাকা থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছ বিক্রেতারা জানান, রাইখড় মাছ ৬০০ টাকা, পুঁটি সাছ ৩০০ টাকা, পাবতা ৩৬০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, খরি ৫০০ টাকা, চিংড়ি ১৪০০ টাকা, রই মাছ ওজন ভেদে ২৪০ টাকা থেকে ৪৫০ টাকা, কাতল ২৯০ টাকা থেকে ৭৫০ টাকা, বোয়াল ১০০০ টাকা, পাঙ্গাস ২৪০ টাকা, সিলবার কার্প ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।