বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৬, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহের বাজার : বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ অন্য পণ্যের দাম স্থিতিশীল

চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে।  শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা থেকে, লাল স্বর্ণা ধানের চাল ৫৪ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা, খোলা সয়াবিন ১৬২ টাকা, চিনি ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে গত সপ্তাহের মতই বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশীটা ১১৫-১২০ টাকা ও ভারতীয়টা ৯০-১০০ টাকা। এছাড়া প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা দরে।
সবজির দাম কোনোটার বেড়েছে, আবার কোনোটা কমেছে। আব্দুর রশিদ জানান, গত সপ্তাহে পেঁপে ৫০ টাকা থাকলেও এ সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হচ্ছে। তবে বেড়েছে কাঁকরোলের দাম। এ সপ্তাহে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। এছাড়া লাউ প্রতি পিস ৪০ টাকা, কুমড়ার জালি ৫০-৬০ টাকা এবং বেগুন ৫০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, দেশী শসা ৮০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, আলু ৬০-৭০ টাকা, আদা ৩০০ টাকা, রসুন ৩০০ টাকা, ডাটা ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, প্যারেন্স মুরগি ২৭০-২৮০ টাকা কেজি, লাল লিয়ার ৩২০-৩৩০ টাকা কেজি, সোনালি মুরগি ২২০-২৩০ টাকা কেজি, দেশী মুরগি ৪৫০-৪৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস ৭৫০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।

About The Author

শেয়ার করুন