বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৬, ২০২৪ by

সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বন বিভাগ।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আজগর আলী।
সূচনা বক্তব্য দেন- সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান। বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে বক্তব্য দেন- মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান মতি।
সপ্তাহব্যাপীর বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল অংশ নিয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।

About The Author

শেয়ার করুন