বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে সঞ্চয় অভিযান পালিত

‘সবাই মিলে সঞ্চয় করি-স্মার্ট বাংলাদেশ গড়ি’Ñ এই প্রতিপ্রাদ্যে চাঁপাইনবাবগঞ্জে সঞ্চয় অভিযান-২০২৪ সফলভাবে পালিত হয়েছে। গত ৫ মে থেকে শনিবার ১১ মে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে প্রান্তিক জনগোষ্ঠী, বিভিন্ন পেশাজীবী, অটিস্টিক ও প্রতিবন্ধী, অনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠকসহ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এইসব কর্মসূচিতে উপস্থিত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সঞ্চয় অফিসার মো. আরিফুল ইসলাম। তারা উঠান বৈঠকে সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি অনলাইন ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা প্রদান করেন। এই ধরনের প্রচারণা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে সঞ্চয়পত্র বিনিয়োগে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।
এসময় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণকারীরা সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন এবং অনলাইন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন।

About The Author

শেয়ার করুন