মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১১, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।  সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হক ও এনআইএলজির ফোকাল পার্সন মো. মতিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আপনাদের মানোন্নয়ন প্রয়োজন। আর তাই আপনাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপনাদের জন্য এই বুনিয়াদি প্রশিক্ষণটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হবেন। আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বুনয়াদি প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা।
উল্লেখ্য, দেশের ১৯টি জেলায় একযোগে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

About The Author

শেয়ার করুন