চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার ৪০ এর উপরে থাকছে। গত শনিবার ছিল ৪৩ দশমিক ৪৪ এবং গত রবিবার একটু কমে দাঁড়ায় ৪০ শতাংশ। রবিবার ১০০ জনের নমুনা পরীক্ষা করে এই ৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১৩ জনের আরটি-পিসিআর টেস্টে ৫ জন, ৭৭ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৯ জন এবং শিবগঞ্জে ২ জনের আরটি-পিসিআর টেস্টে ২ জন, গোমস্তাপুরে ৭ জনের আরটি-পিসিআর টেস্টে ৩ জন এবং ভোলাহাটে ১ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১ জন করোনা রোগী শনাক্ত হয়।