চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ কলেজ প্রধান আতাউর রহমান

708

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রাথমিক বাছাই পর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও শিবগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হয়েছেন আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। গত ২০ মে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় দেশের সকল জেলা-উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বাছাই পর্বে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে অভিজ্ঞতা, ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অভিভবকদের সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা, সুনাম ও প্রশাসনিক দক্ষতাসহ বেশ কয়েকটি যোগ্যতার আলোকে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ কলেজ প্রধান।
বুধবার বিকেলে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আতাউর রহমান বলেন, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ একটি স্বনামধন্য কলেজ। এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত নিয়ম মেনে পড়াশোনা করে, তাই এ কলেজের ফলাফল ভালো হয়। কলেজের শিক্ষকগণ পাঠদানের ব্যাপারে আন্তরিক। ছেলেমেয়েদের কঠোর অধ্যবসায় ফলাফল ভালো হওয়ার অন্যতম কারণ বলে তিনি জানান।
এদিকে অধ্যক্ষ আতাউর রহমান শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হওয়ায় শিক্ষক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।