রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সংগঠনটির স্বরূপনগরের নিজস্ব ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
এর আগে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সঞ্চালনায় নবনির্বাচিত জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন অতিথিবৃন্দ।
ইফতারের আগে পরিবহন মালিক, শ্রমিকসহ দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেনÑ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

About The Author

শেয়ার করুন