চাঁপাইনবাবগঞ্জে শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের কর্মশালা

7

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ উপশাখার ডিজিটাল বুথে বিনিয়োরগকারীদের নিয়ে বিনিয়োগকারী সমাবেশ ও টেকনিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ উপশাখা ইনচার্জ ফয়সাল আশরাফ, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন জনি, পাবলিকেশন ডিপার্টমেন্ট কর্মকর্তা আরিফ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ উপশাখার মডারেটর আব্দুর রাজ্জাক।
এদিকে প্রশিক্ষণ শেষে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের বিনিয়োগ বিষয়ে পরামর্শ প্রদান করেন।