Last Updated on মে ২৫, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো উৎপাদনশীলতা বিষয়ক দুই দিনের কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন-এনপিও, জেলা শাখা গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের এনপিও’র ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা আবিদা সুলতানা ও নাহিদা সুলতানা রত্না, পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী এস এম নাইমুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জেলা সভাপতি সেলিম রেজা বাবুলসহ অন্যরা।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
ক্ষুদ্র কুটির শিল্প সমিতির জেলা সভাপতি সেলিম রেজা বাবুল জানান, দেশের প্রান্তিক উদ্যোক্তাদের স্বাবলম্বী করে ভিশন-২০৪১ এবং এসডিজির লক্ষ্য পূরণে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।