শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৩০, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর নির্বাহী কর্মকর্তাগণের অংশগ্রহণে ‘সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কোর্সটি বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে দুই দিনের এই কোর্স অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ।
এসময় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র গবেষণা কর্মকর্তা মতি আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনের কোর্সে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নির্ধারণ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ, পৌর কর আদায়ে মেয়র ও কাউন্সিলরদের উদ্যোগ, স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯, পৌর কর নির্ধারণ পদ্ধতি, পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
জেলা প্রশাসন ও এনআইএলজি এই কোর্সের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন