শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ১৫, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল শেষে শান্তির মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, বিএনপি নেতা ওবাইদ পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, যুবদল নেতা হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
অন্যদিকে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করে দলটি।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বড় ইন্দারা মোড়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি হুজরাপুর-নিউমার্কেট-শান্তিমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়ইন্দারা মোড়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারি ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল আলীম, পৌর জামায়াতের আমীর মো. গোলাম রাব্বানী, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শহিদ স্মৃতি নাম ফলকের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে অ্যাডভোকেট নূর এ আলম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন, মুত্তাসিন, সিরাজি, রাহিস, মাহিনসহ অন্যরা।
অপর দিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ অন্যদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর স্বেচ্ছসেবক দলের আয়োজনে জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সহ সাংগঠনিক শাহীন আকতার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদ।
আমাদের নাচোল প্রতিনিধি মতিউর রহমান জানান, একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নাচোল মধ্য বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী ও সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি ইসমাইল হোসেন। কর্মসূচি শেষে নিহতদের স্মরণে মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদিকে বেলা সাড়ে ১০টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম, বিএনপি নেতা নূর কামাল, দুরুল হুদা, গোলাম জাকারিয়া, শফিকুল ইসলাম। কর্মসূচি শেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শিবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকন জানান, শিবগঞ্জেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর ও উপজেলা কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের পৃথক ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে দুটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা।
গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অনুরূপ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলামের কার্যালয়ের সামনে দ্বিতীয়দিন এই কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা গুনি হামিদ চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।
অন্যদিকে রহনপুর পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রহনপুর প্রতিবন্ধী বিদ্যালয় থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে শেষ হয়। এতে বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, যুবনেতা আব্দুল্লাহ, মাহাবুব, পিয়ারুল ইসলাম। অপরদিকে, রহনপুর পৌর সভার কলেজ মোড় থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

About The Author

শেয়ার করুন