চাঁপাইনবাবগঞ্জে “শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩-২০২৪” শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সভাপতি পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। পদ্ধতিতে দুইটি গ্রুপে এ খেলা চলবে।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ফুটবল কর্নার একাডেমি ও আলিনগর বেলাল স্মৃতি ফুটবল দল।
খেলায় ফুটবল কর্নার একাডেমি ৮-০ গোলের বিশাল ব্যবধানে আলিনগর বেলাল স্মৃতি ফুটবল দল কে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলায় বিজয়ী দলের রাজ চৌধুরী (জার্সি নং ১১) হ্যাট্রিক (৪) করে ম্যাচ সেরা পুরস্কার লাভ করে।
খেলা পরিচালনা করেন শামিম খান, তাকে সহযোগিতা করেন তৌফিজুর রহমান পুতুল ও গোলাম কবির। ৪ র্থ রেফারী ছিলেন হুমায়ুন কবির।
খেলায় ধারাবিবরণী দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও শাহনেওয়াজ দুলাল।