চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের ৫৩ তম জন্মবার্ষিকী পালিত

64

বুধবার চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শিল্পকলা কলা একাডেমীতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিন জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খাঁন, মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা মো. মোসফিকুর রহমানসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।