চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে নতুন জামা ও খাদ্যসামগ্রী বিতরণ

31

চাঁপাইনবাবগঞ্জে  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে ৩৫ জন অসহায় শিশুর মধ্যে নতুন জামা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরা শহরের বিভিন্ন মহল্লার বাসিন্দা। প্রথম আলো বন্ধুসভা ঈদ উপহার হিসেবে এইসব বিতরণ করে। বন্ধুসভার ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে ও বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান শিশুদের অভিভাবক শফিকুল আলম, আবু বাক্কারসহ আরও অনেকে।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, মনোয়ারা খাতুন, সভাপতি ও বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহসভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, সহসাংগঠনিক সম্পাদক ফারাহ উলফাৎ রহমান, অর্থ সম্পাদক সাঈদ মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সারমিন আকতার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ঈষিতা খাতুন, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক সানজিদা আফরোজ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আরেফিন অপু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আইরিন খাতুন, সদস্য ওজিফা খাতুন।