Last Updated on এপ্রিল ২, ২০২৪ by
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম মোজাম্মেল হকের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হরেয়ছে।
বুধবার (২০ মার্চ) স্কুলের হলরুমে কোরআন খানি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্কুলটির প্রধান শিক্ষক দেলোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও মরহুমের ছেলে মো. হারুন অর রশীদ, এলাকার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার তালেবে ইলিম, হাজিসাহেব, বিভিন্ন মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। মিলাদে মরহুম মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জীবদ্দশায় সমাজ সেবামূলক কাজের কথা তুলে ধরা হয়।